দক্ষিণ আফ্রিকায় জমে গেল প্রথম টেস্ট। বিরাটদের জন্য দক্ষিণ আফ্রিকা সফর যে সহজ হবে না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিশেষজ্ঞেরা। প্রথম দিনের শেষে কিছুটা হলেও চাপে পড়া ভারতীয় দল সেটা বুঝেও গেল। প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি। শুরুতেই ভুবনেশ্বর কুমারের বিষাক্ত বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট। মাত্র ১২ রানে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়ে কেপ টাউনের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ঝটকা দেন ভুবি। প্যাভিলিয়নে ফিরতে হয় ইগার, মার্করাম ও আমলাকে। শুরুতেই চাপে পড়া দক্ষিণ আফ্রিকার হাল ধরেন অধিনায়ক ডু প্লেসি ও এবি ডেভিলিয়ার্স। এই ২ মহারথীর কাঁধে ভর করে অনেকটাই সামলে যায় প্রোটিয়াদের ইনিংস। ডেভিলিয়ার্স ৬৫ ও ডু প্লেসি ৬২ রান করে ফেরার পরও ডি কক (৪৩), ফিল্যান্ডার (২৩), মহারাজ (৩৫) ও রাবাতার (২৬) হাল ধরা ব্যাট দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে টেনে নিয়ে যায়।
২৮৬ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার পর দিনের প্রায় শেষে এসে ভারত ব্যাট করতে নামে। কিন্তু শুরুটা সুখের হয়নি ভারতীয় শিবিরের। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২৭ রান। প্যাভিলিয়নে ফিরেছেন মুরলী বিজয় (১), শিখর ধাওয়ান (১৬) ও অধিনায়ক বিরাট কোহলি (৫)। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে ভারত। সেখানে এই ২ অভিজ্ঞ ক্রিকেটারের ওপর অনেকটাই ভরসা রাখছে ভারতীয় শিবির। এদেরই ক্রিজ কামড়ে এগিয়ে নিয়ে যেতে হবে দলকে। যা প্রথম দিন ডেভিলিয়ার্স-ডু প্লেসি জুটি করল।