দ্বিতীয় টেস্টেও হারের মুখে ভারত। সেঞ্চুরিয়নের মাঠে এদিন চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত দিশেহারা ভারতীয় ব্যাটিং লাইনআপ। যেখানে তাঁদেরই ক্রিজ কামড়ে লড়াই দেওয়ার কথা, সেখানে আয়ারাম গয়ারামের মত প্যাভিলিয়নে ফিরেছেন ভারতীয় ব্যাটিংয়ের ৩ স্তম্ভ মুরলী বিজয় (৯), কেএল রাহুল (৪) এবং বিরাট কোহলি (৫)। শেষ দিনে জিততে গেলে ভারতকে করতে হবে ২৫২ রান। হাতে রয়েছে ৭ উইকেট। ক্রিকেট বিশেষজ্ঞেরা হাল ছেড়ে দিয়েছেন। হার এখন সময়ের অপেক্ষা বলে মেনে নিচ্ছেন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যদি আমলা আর মার্করামের দুরন্ত ব্যাটিংয়ের নিদর্শন হয়। তবে দ্বিতীয় ইনিংসে রাজত্ব করেছে ইগার, ডেভিলিয়ার্স ও ডু প্লেসির ব্যাট। ইগার (৬১), ডেভিলিয়ার্স (৮০) ও ডু প্লেসি (৪৮)-এর সৌজন্যে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ২৫৮। ২৮ রানে প্রথম ইনিংসে এগিয়েই ছিল তারা। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য হয়ে দাঁড়ায় ২৮৭ রান। এই অবস্থায় চতুর্থ দিনের বিকেলে ব্যাট করতে নামে ভারত। দরকার ছিল উপরের দিকের ব্যাটসম্যানদের এখানে দায়িত্বপূর্ণ ইনিংস খেলা। কিন্তু হল উল্টোটা। প্রথম থেকেই কার্যত শূন্য হাতে ফেরা শুরু করেন মুরলী বিজয়, কেএল রাহুল, বিরাট কোহলিরা। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৫ রান। ক্রিজে রয়েছেন পূজারা ও পার্থিব প্যাটেল।