দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ও সিরিজের শেষ টেস্টের প্রথম দিন যদি প্রোটিয়াদের হয়ে থাকে, তবে দ্বিতীয় দিনে পাশা পাল্টে দিয়ে হাওয়া নিজেদের দিকে ঘুরিয়ে নিল ভারত। সৌজন্যে ভারতীয় পেসারদের আগুনে বোলিং। প্রথম দিন ১ উইকেটে ৬ রান ঝুলিতে নিয়ে জোহানসবার্গের পিচে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। আর প্রথম দিনে ভারতীয় ব্যাটিংয়ের যে হাল হয়েছিল, তারই পুনরাবৃত্তি দেখা গেল এদিন দক্ষিণ আফ্রিকার ব্যাটে। আমলা (৬১) ও রাবাডা (৩০) রান করে কিছুটা লড়াই দিলেও বাকি ব্যাটসম্যানের আউট মিছিল সারাদিনই বজায় ছিল। এরমধ্যে অবশ্য ফিল্যান্ডার (৩৫) কিছুটা হলেও ব্যতিক্রমী। বাকিরা কেউ ২ অঙ্কের রান পার করতে পারেননি। ১৯৪ রানে সব উইকেট পড়ে যায় প্রোটিয়াদের। ৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ হয় দক্ষিণ আফ্রিকার।
প্রোটিয়াদের এদিন ঘুম উড়িয়ে দিয়েছে বুমরাহ ও ভুবনেশ্বরের বিষাক্ত বোলিং স্পেল। বুমরাহ দখন করেন ৫ উইকেট। ৩ উইকেট দখল করেন ভুবনেশ্বর। মহম্মদ সামি ও ইশান্ত শর্মার ঝুলিতে এসেছে একটি করে উইকেট। এদিন দিনের প্রায় শেষ প্রান্তে এসে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পার্থিব প্যাটেল (১৬)-এর উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৯ রান। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় (১৩) ও কেএল রাহুল (১৬)।