তৃতীয় টেস্টের শুরুর দিন মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করা কেবল সময়ে অপেক্ষা। কিন্তু দ্বিতীয় দিনেই চমকে দেওয়া বোলিং আক্রমণে লড়াইয়ে ফেরে ভারত। আর তৃতীয় দিনের শেষে ব্যাটিংয়ে খরা কাটিয়ে চ্যালেঞ্জিং স্কোর খাড়া করে অ্যাডভান্টেজ ইন্ডিয়া। কারণ চতুর্থ ইনিংসে প্রোটিয়াদের এই পিচে ২৪১ রানের চ্যালেঞ্জের পিছু ধাওয়া করা সহজ হবে না।
এদিন সকালে ১ উইকেট হারিয়ে ৪৫ রানের স্কোর পকেটে নিয়েই খেলতে নামে ভারত। শুরুতেই রাহুল ও পূজারা আউট হয়ে ফিরলেও মুরলী বিজয় ও কোহলি ম্যাচের হাল ধরেন। এরপর বিজয় ২৫ রান করে ফিরলে কোহলির সঙ্গে জুটি বাঁধেন রাহানে। এই দুজনেই এদিন ভারতের স্কোর বোর্ডের চাকা ঘোরাতে শুরু করেন। বিরাট ৪১ রানে আউট হন। রাহানে করেন ৪৮ রান। পাণ্ডিয়া দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। কিন্তু ভুবনেশ্বর কুমার প্রথম ইনিংসে ভাল ব্যাটিং, ভাল বোলিং এবং এদিন ফের ভাল ব্যাটিং করে ভারতীয় স্কোর বোর্ডকে অনেকটা এগিয়ে নিয়ে যান। ভারতের ২ বোলার ভুবনেশ্বর কুমারের ৩৩ রান ও মহম্মদ সামির ২৭ রান ভারতীয় স্কোরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত জায়গায় পৌঁছে দেয়। দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান করে সব উইকেট হারায় ভারত। বিকেলে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই মার্করাম (৪)-এর উইকেট হারায়। এই টেস্টে ২টি ইনিংসেই ব্যর্থ মার্করাম। ক্রিজে রয়েছেন এলগার ও আমলা। প্রোটিয়াদের স্কোর দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান। জিততে গেলে এখনও করতে হবে ২২৪ রান। হাতে রয়েছে ৯ উইকেট।