
ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-২০ ম্যাচ হেরে গেল ভারত। যদি ম্যাচের সারবত্তা বলেন তবে এটাই। কিন্তু সত্যিই কী এটুকু বললেই পুরো খেলার কথা বলা হয়ে যায়? না বোধহয়! রুদ্ধশ্বাস, পয়সা উসুল, গলার কাছে হার্ট এসে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়, কী বললে যে বেশ জুত করে খেলার উত্তেজনাটা পরিস্কার করা যায় সেটাই বুঝতে পারছিনা। এক তো মাত্র ৪০ ওভারে প্রায় ৫০০ রানের ইনিংস দেখল আমেরিকার ফ্লোরিডার সবুজ গালিচা। তার ওপর আক্ষরিক অর্থেই টানটান উত্তেজনার ম্যাচ। অবশেষে জেতা ম্যাচ ১ রানের জন্য হাত ছাড়া হল ভারতের। কষ্টটা আছে। তবে এদিন খাতায় কলমে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও, আসলে জয় হল ক্রিকেটের। একটা টানটান ক্রিকেট ম্যাচ উপভোগ করলেন মাঠে উপস্থিত থেকে টিভির সামনে উপস্থিত ক্রিকেট অনুরাগীরা। আসলে যে খোরাকের আশায় খেলা দেখা। এদিন মাঠে খেলার শুরু থেকেই চার, ছয়ের বন্যা বয়েছে। বোলারদের দেদার পিটিয়েছেন ব্যাটসম্যানেরা। এমন পিচে এদিন খেলা হয়েছে যেখানে বোলারদের কেরামতি দেখানোর সুযোগ প্রায় ছিলই না। টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু শুরু থেকেই বলের ছাল ছাড়ানো শট মারতে শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই মারকুটে ওপেনার জনসন চার্লস ও ইভিন লিউইস। লিউইসের শতরান ও জনসনের ৭৯ রানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য স্কোরে পৌঁছে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ২৪৫ রান করে ইনিংস শেষ করে ক্যারিবিয়ানরা। দেখে মনে হচ্ছিল প্রায় অসম্ভব টার্গেট। এই রান টপকানো ভারতের পক্ষে মুশকিল। কিন্তু শুরু থেকেই ভারতের ব্যাটিং বুঝিয়ে দেয় তারা জিততে নেমেছে। বিরাট কোহলি এদিন ব্যর্থ হলেও রোহিত শর্মার ৬২, কে এল রাহুলের ১১০ ও ধোনির ৪৫ রান ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শেষ ওভারে ৬ বলে ৮ রান করতে হবে। এই পরিস্থিতিতে শেষ ওভারে ব্রাভোর প্রথম বলে ধোনির তোলা ক্যাচ ফেলে দেন স্যামুয়েল। মনে হয় এটা বোধহয় ভারতের জেতার ইঙ্গিত। সহজ লক্ষ্য সহজেই পূরণ হবে। কিন্তু ব্রাভোর আঁটসাঁট বোলিংয়ের সামনে এক এক করে রান নিয়ে শেষ বলে ২ রান করলে জিতবে এমন এক রুদ্ধশ্বাস মুহুর্তে স্যামুয়েলের হাতে ক্যাচ তুলে আউট হন ধোনি। সেই ধোনি যাঁকে এক সময় এমন পরিস্থিতিতে ভারতের তথা ক্রিকেট দুনিয়ার সেরা ম্যাচ উইনার ধরা হত। খেলা শেষে রাত হয়েছে। হঠাৎ বাইরে কে একজন পুরনো সুরে গেয়ে উঠল এমএস বৃদ্ধ হয়েছেন, স্নায়ুর চাপ রাখতে পারেন না! কে গাইছে তা দেখতে ছুটে বাইরে গেলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না!