ওয়ান ডে সিরিজে দাবাং জয়ের পর এবার টি-২০-তেও ভারতের দাপট অব্যাহত। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের দাপুটে ব্যাটিংয়ের জোরে ভারত শুরুতেই বড় রানের স্কোর খাড়া করতে থাকে। ১৪ ওভারের শেষে মনে হচ্ছিল ভারত হয়তো ২০০-র অনেকটাই ওপরে রান টেনে নিয়ে যাবে। কিন্তু শিখর ধাওয়ান ৭২ করে ফেরার পর রানের গতি কিছুটা হলেও মন্থর হয়ে পড়ে। ২০ ওভারের শেষে যদিও ৫ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলতে সমর্থ হন ভারতীয় ব্যাটসম্যানেরা।
ওয়ান্ডারার্সের মাঠে ভারতের এটাই সবচেয়ে বড় স্কোর। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০-তে কখনও এতবড় রানের স্কোর করতে পারেনি ভারত। সেদিক থেকেও এদিনের স্কোর রেকর্ড। দক্ষিণ আফ্রিকাকে জিততে গেলে করতে হবে ২০৪ রান।