
বৃষ্টি বিঘ্নিত দিনে কানপুরের গ্রিন পার্কে ভাল অবস্থায় নিউজিল্যান্ড। ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শুক্রবার ছিল দ্বিতীয় দিন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত সব উইকেট হারিয়ে করে ৩১৮ রান। জবাবে ব্যাট করতে নেমে এদিন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপটিল ব্যক্তিগত ২১ রানের মাথায় উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন ল্যাথাম ও কেন উইলিয়ামসন। বৃষ্টির জন্য বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলা বন্ধ হওয়া পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ল্যাথামের ব্যাট থেকে ৫৬ রান ও উইলিয়ামসনের ব্যাট থেকে ৬৫ রান এসেছে। দুজনেই দাপটের সঙ্গে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনে শনিবার এঁরা দুজনেই সকালে ব্যাট করতে নামবেন। মাত্র ১ উইকেট হারিয়ে ১৫২ রান স্কোর বোর্ডে জমা করেছে নিউজিল্যান্ড। এখনও তাদের রস টেলর, রঞ্চি, স্যান্টনারের মাঠে নামা বাকি। তৃতীয়দিনের শুরুতেই ভারত বড় ধাক্কা দিতে না পারলে বড় রানের ইনিংস গড়া নিউজিল্যান্ডের জন্য খুব শক্ত কাজ নাও হতে পারে। ভারতই কিন্তু সে ক্ষেত্রে প্রথম ইনিংসে লিড হারিয়ে চাপে পড়বে।