শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতা হার দিয়ে শুরু করল ভারত। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেল রোহিত শর্মার ছেলেরা। মঙ্গলবার ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ভাঙা দল। প্রথমসারির ৫ খেলোয়াড় বিশ্রামে। সে জায়গায় একগুচ্ছ নতুন মুখ ভারতীয় দলে জায়গা পেয়েছেন এই প্রতিযোগিতায়। যদিও রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান সহ অনেক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়ও রয়েছেন টিমে। তবে নবীন প্রবীণ যেই হোন না কেন আইপিএলের কৃপায় সকলেই টি-২০-তে হাত পাকিয়ে ফেলেছেন। ফলে সকলেরই একটা ধারণা আছে টি-২০ জিততে কি ধরণের মানসিকতার প্রয়োজন পড়ে।
এই টিম নিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচে এদিন কলোম্বোয় ভারত শ্রীলঙ্কা মুখোমুখি হয়। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা ০ রানে ও রায়না ১ রানে ফিরলেও এদিন ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান শিখর ধাওয়ান। একাই ৯০ রান করেন তিনি। সঙ্গে যোগ্য সঙ্গত দেন মণীশ পাণ্ডে (৩৭)। এছাড়া ঋষভ পন্থ (২৩) ও দীনেশ কার্তিক (১৩) প্রয়োজনীয় অবদান রাখেন স্কোরবোর্ডে। ২০ ওভারের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে করে ১৭৪ রান।
টি-২০-তে এখন এই রান তেমন কিছু কঠিন চ্যালেঞ্জ নয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই রান তুলতে শুরু করে। তবে বিশাল রান কেউ খাড়া করতে পারেননি। বরং ২০-র নিচেই রান করে প্যাভিলিয়নমুখো হয়েছেন শ্রীলঙ্কার গুণতিলক, মেন্ডিস, অধিনায়ক চন্ডিমল, থারাঙ্গারা। ব্যতিক্রমী কেবল কুশল পেরেরা। এদিন তাঁর ৩৭ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলার মোড় ঘুরিয়ে দেয়। খেলা চলে আসে শ্রীলঙ্কার মুঠোর মধ্যে। কুশল পেরেরার দুরন্ত ব্যাটিংয়ের পর শ্রীলঙ্কার অন্য ব্যাটসম্যানদের জয়ের লক্ষ্যে পৌঁছতে সমস্যা হয়নি। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। ম্যান অফ দ্যা ম্যাচ হন কুশল পেরেরা। শিখর ধাওয়ানের ৪৯ বলে ৯০ রানের ভয়ংকর ব্যাটিং এদিন বাকি ভারতীয় খেলোয়াড়দের দুর্বল পারফরমেন্সে ঢাকা পড়ে গেল।