শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতা নিদাহাস ট্রফির ফাইনালে আর কিছুক্ষণ পরই মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। সন্ধে নামতেই জমে উঠবে আসর। কে পাবে ট্রফি? সে উত্তর মিলবে রাতের মধ্যেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞেরা বাঙালিদের চেয়ে ভারতীয়দের ধারে ভারে অনেকটাই এগিয়ে রাখছেন। এক তো ভারত এই প্রতিযোগিতাতেই ২ বার বাংলাদেশকে হারিয়েছে। আর সেই জয় খুব কষ্টসাধ্যও ছিলনা। বাংলাদেশ তেমন কোনও প্রতিরোধই তৈরি করতে পারেনি। এটা একদিকে ভারতীয় শিবিরকে যেমন মানসিক দিক থেকে এগিয়ে রাখবে। তেমনই বাংলাদেশকে চাপে রাখবে।
এদিকে গত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তৈরি উত্তেজনার জেরে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভেঙে চাপে পড়েছেন বাংলাদেশের ২ খেলোয়াড়। অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসানকে আইসিসির শাস্তির কোপে পড়তে হয়েছে। সেই ঝড়ঝাপটা সামলে উঠে মানসিক স্থিরতায় এখনও হয়তো পৌঁছে উঠতে পারেনি বাংলাদেশ। তার আগেই ফাইনালে তাদের মুখোমুখি হতে হচ্ছে ভারতের মত শক্তিশালী দলের। তবে ফাইনালের মানসিকতাটাই আলাদা। সেখানে দিনটা কার তার ওপর অনেক কিছু নির্ভর করছে।