প্রথম টি-২০ জিততে বড় একটা বেগ পেতে হয়নি ভারতকে। দ্বিতীয় টি-২০ ম্যাচ জিততে ইংল্যান্ডকেও খুব একটা বেগ পেতে হলনা। বরং খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এদিন তারাই ব্যাটিং, বোলিংয়ে দাপট অক্ষুণ্ণ রাখল। ২ বল বাকি থাকতেই ভারতের ১৪৮ রানের দুর্বল স্কোর টপকে যায় ইংল্যান্ড। জেতে ৫ উইকেটে।
শুক্রবার কার্ডিফের সোফিয়া গার্ডেনসের সবুজ পিচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের হাত খুলতে দেননি ব্রিটিশ বোলাররা। দলগত ২২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। আউট হন রোহিত শর্মা (৫), শিখর ধাওয়ান (১০) ও কেএল রাহুল(৬)। এরপর ম্যাচের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও সুরেশ রায়না। এই ২ জনের কাঁধে ভর করে ধীরে হলেও রান উঠতে থাকে। রায়না ২৭ রান করে ফেরার পর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন ধোনি। পরে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি। স্লগ ওভারে ব্যাট হাতে নেমে নিজের চেনা মেজাজেই খেলেন পাণ্ডিয়া। ১০ বল খেলে ১২ রান যোগ করেন। ধোনি করেন ৩২ রান। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৪৮ রান।
দুর্বল টোটাল। ফলে কোনও তাড়াহুড়ো না করে রান তাড়া করতে থাকে ইংল্যান্ড। জেসন রয় (১৫), বাটলার (১৪) ও রুট (৯) ফেরার পর একদিকে দাঁড়িয়ে যান হেলস। এদিন কার্যত তাঁর ব্যাটে ভর করেই ভারতকে হারানো নিশ্চিত করে ইংল্যান্ড। হেলস অপরাজিত থেকে করেন ৫৮ রান। তবে আউট হন অধিনায়ক মর্গান (১৭) ও বেয়ারস্টো (২৮)। এরপর উইলিকে সঙ্গে করে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলেন হেলস। ম্যাচের সেরাও হন অ্যালেক্স হেলস। এদিনের জয়ের ফলে ৩ ম্যাচে টি-২০ সিরিজ ১-১ হয়ে গেল। তৃতীয় ও শেষ ম্যাচে যে জিতবে সিরিজ তার।