একেবারে টি-২০ সিরিজের পদাঙ্ক অনুসরণ করে ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ পরিণত হয়েছিল ফাইনালে। আর সেই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে ভারত। এবার একদিনের সিরিজ। আর সেই সিরিজের প্রথম ম্যাচ ভারত জেতার পর দ্বিতীয় ম্যাচ জিতল ইংল্যান্ড। ফলে ফের সিরিজের শেষ ম্যাচ দাঁড়াল ফাইনালে।
শনিবার লর্ডসের পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরু থেকেই ভারতীয় বোলারদের রেয়াত করেননি জেসন রয় (৪০), বেয়ারস্টো (৩৮)। কিন্তু এদিন ভারতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় জো রুটের ব্যাট। ম্যাচের শেষ বলে আউট হন তিনি। ১১৬ বলে ১১৩ রানের জো রুটের ইনিংস এদিন ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখিয়ে দিয়েছে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মর্গান (৫৩)। কার্যত এঁদের ব্যাটে ভর করেই ৫০ ওভারের শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে করে ৩২২ রান।
বড় রান তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ঠিক থাকলেও দলগত ৪৯ রানের মাথা থেকে পড়তে শুরু করে উইকেট। কারণ রোহিত (১৫) বা শিখরের(৩৬) ব্যাট এদিন সেভাবে কথা বলতে পারছিল না। পরে বিরাট কোহলি (৪৫), সুরেশ রায়না (৪৬), ধোনি (৩৭) এবং পাণ্ডিয়া (২১) অত্যন্ত সাধারণ ইনিংস খেলে আউট হন। অন্তত ২ থেকে ৩ জন খেলোয়াড়ের দাঁড়িয়ে থেকে ম্যাচে রানের গতি ধরে রাখার দরকার ছিল। কিন্তু সেটা কেউই করে উঠতে পারেননি। ৫০ ওভারে ২৩৬ রান করে ইনিংস শেষ করে ভারত। ইংল্যান্ড জেতে ৮৬ রানে। ম্যান অফ দ্যা ম্যাচ হন জো রুট। প্রথম ম্যাচ সহজেই জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচ সহজে জিতল ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন ফাইনালে পরিণত হয়েছে। ওই ম্যাচ যে জিতবে সিরিজ তার।