Sports

রেকর্ড গড়লেন অশ্বিন, জয়ের দোরগোড়ায় ভারত

টেস্টের প্রথম দুটো দিন তেমন ভাল যায়নি ভারতের। টেনেটুনে ড্র করতে পারলেই অনেক বলে মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। কিন্তু মোড় ঘুরতে শুরু করে তৃতীয়দিন থেকে। যা রবিবার চতুর্থ দিনের শেষে ভারতকে জিতের কাছাকাছি পৌঁছে দিল। ব্যাটে-বলে প্রবল দাপট এদিন কোহলি ব্রিগেডের সামনে নিউজিল্যান্ডকে অনেকটাই ম্রিয়মাণ করে দিয়েছে। তৃতীয় দিনের পর এদিন ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানেরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট খুইয়ে তোলেন ৩৭৭ রান। এরপর ডিক্লেয়ার করে দেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে প্রথম ইনিংসের লিড যোগ করে ভারতের মোট লিড দাঁড়ায় ৪৩৩ রান। জেতার জন্য ৪৩৪ রান দরকার, এই অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ রান উঠতে না উঠতেই প্যাভিলিয়নে ফিরতে‌ হয় ২ কিউয়ি ওপেনারকে। অশ্বিনের ঘূর্ণির সামনে অসহায়ের মত ক্যাচ তুলে দেন ল্যাথাম ও গুপটিল। পরে ম্যাচের কিছুটা হাল ধরার চেষ্টা চালান উইলিয়ামসন ও রঞ্চি। কিন্তু উইলিয়ামসনও অশ্বিনের শিকার হয়ে যান। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯৩ রান। এদিন ভারতীয় দাপটের পাশাপাশি ইতিহাস রচনা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এশিয়া তথা ভারতের কোনও বোলার এখনও পর্যন্ত ৩৭টি টেস্ট খেলে ২০০ উইকেট ঝুলিতে পোরার রেকর্ড করতে পারেননি। অশ্বিন পারলেন। আর সেইসঙ্গে ঢুকে পড়লেন ২০০ উইকেট সংগ্রাহকদের ক্লাবে। এদিকে সোমবার টেস্টের শেষ দিন। নিউজিল্যান্ডকে জিততে হলে তুলতে হবে ৩৪১ রান। অন্যদিকে ভারতকে প্রথম টেস্টে জিত পেতে প্যাভিলিয়নে পাঠাতে হবে নিউজিল্যান্ডের ৬ ব্যাটসম্যানকে। এই সমীকরণ দেখে সীমান্তপারের বন্দুকধারীরাও অস্বীকার করতে পারবেন না যে পাল্লাটা ভারতের দিকেই ভারী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button