প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ৩ দিনে গুটিয়ে গেল ৫ দিনের খেলা। উইন্ডিজের দুর্বল ব্যাটিং অর্ডার এর জন্য দায়ী বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। একতরফা খেলে ম্যাচ জিতছে ভারত। খেলায় কার্যত দর্শকদের জন্য কোনও উত্তেজনা সৃষ্টি হচ্ছেনা। টেস্টে টি-২০-র মত উত্তেজনা তৈরিও হয়না। কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেটাও অমিল। প্রথম টেস্টে শোচনীয় হারের পর দ্বিতীয় টেস্টে অন্য উইন্ডিজকে দেখার জন্য প্রস্তুত ছিলেন সবাই। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটও নিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু খুব বড় ইনিংস গড়তে ব্যর্থ তারা। উমেশ যাদবের বিষাক্ত বোলিংয়ের সামনে কার্যত ভেঙে পড়ে উইন্ডিজ ইনিংস। ৬ উইকেট দখল করেন একা উমেশই। ৩১১ রানে গুটিয়ে যাওয়ার পর জবাবে ব্যাট করতে নেমে ভারতও যে প্রথম ইনিংসে তেমন একটা বিশাল রানের পাহাড় তৈরি করতে পারে তা নয়। ৩৬৭ রানে গুটিয়ে যায় ভারত।
৫৬ রানের লিড পায় ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু ফের বিপর্যয়ের সম্মুখীন হয় উইন্ডিজ। ১২৭ রানে পড়ে যায় ১০টি উইকেট। তারমধ্যে ৩ জন শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। অ্যামব্রিস (৩৮) ও হোপ (২৮) না করলে এটাও হত না। মাত্র ৭২ রান করলেই জয়, এই অবস্থায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতের ২ ওপেনার পৃথ্বী শ ও কেএল রাহুলই প্রয়োজনীয় রান তুলে নেন। ভারত জেতে ১০ উইকেটে। ২ টেস্টের সিরিজে ২টি টেস্টই জিতে সিরিজ পকেটে পুরল ভারত। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন উমেশ যাদব। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন নবাগত পৃথ্বী শ।