গুয়াহাটিতে ভারত-উইন্ডিজ প্রথম একদিনের ম্যাচে পয়সা উশুল ব্যাটিং উপভোগ করলেন দর্শকরা। চার, ছয়ের বন্যা বইল মাঠে। ৩টে সেঞ্চুরি দেখলেন দর্শকরা। যারমধ্যে ২টি ভারতের। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট থেকে এল। অন্যটা এল উইন্ডিজের শিমরন হেটমায়ার-এর ব্যাট থেকে। ভারত ম্যাচ জিতল ৮ উইকেটে। ৪৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।
রবিবার গুয়াহাটির বিরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে উইন্ডিজকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। শুরুতে উইকেট হারালেও পাওয়েলের ৫২ রানের ইনিংস ক্যারিবিয়ানদের রানের মিটার চালু রেখেছিল। পরে হোপের ৩২ রান এবং হেটমায়ারের দুরন্ত ১০৬ রানের ইনিংস উইন্ডিজকে ৩০০ রানের ওপর টেনে নিয়ে যেতে সাহায্য করে। শেষে হোল্ডার, বিশুদের ব্যাটিংয়ের দৌলতে ক্যারিবিয়ানরা ৫০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ৩২২ রান। একদিনের ম্যাচে যা রীতিমত চ্যালেঞ্জিং স্কোর।
কিন্তু ভারত ব্যাট করতে নেমে দেখিয়ে দিল এই রানটাও আর চ্যালেঞ্জিং নেই। টি-২০ র দৌলতে এখন এই রানটাও হেলায় তুলে দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানেরা। এদিন ব্যাট করতে নেমে প্রথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। জুটি বাঁধেন রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি। শুরু হয় নির্মম ব্যাটিং। মাঠ জুড়ে চার, ছয়ের বন্যা বইতে থাকে। রোহিত শর্মা খেলার শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ১৫২ রান। যারমধ্যে ৮টি ছক্কা ও ১৫টি চার ছিল। অন্যদিকে বিরাট কোহলি শেষের দিকে আউট হলেও তাঁর ১৪০ রানের ঝোড়ো ইনিংসে তিনি ২১টি চার ও ২টি ছক্কা হাঁকান। পরে ব্যাট হাতে নেমে রাইডু ২২ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ জিতে যায় ভারত। মাত্র ৪২ ওভার ১ বল খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ম্যাচের সেরা হন বিরাট কোহলি। এদিনের জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা