উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ২টি একদিনের ম্যাচ শেষ। বাকি আর ৩টি ম্যাচ। সেই ম্যাচগুলিতে ভারতীয় বোলিং আক্রমণের ধার বাড়াতে দলে আনা হল জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে। এরফলে পেস আক্রমণ শক্তি ফিরে পেল। অন্যদিকে প্রথম ২টি ম্যাচে পেস আক্রমণ বলতে কাজে লাগানো হয় মহম্মদ সামি ও উমেশ যাদবকে। তারমধ্যে মহম্মদ সামিকে আগামী ৩ ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন বিসিসিআইয়ের নির্বাচকরা।
মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হলেও দলে রাখা হয়েছে উমেশ যাদব ও খলিল আহমেদকে। দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ অনেকটাই খেলায় ফিরেছে। ভারতকে প্রায় হারের দোরগোড়ায় টেনে নিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান ব্যাটিং। তাই আগামী ৩ ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের ধার বাড়িয়ে সিরিজ নিশ্চিত করতে চাইছেন নির্বাচকরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)