৫ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে উইন্ডিজকে ২২৪ রানে হারাল ভারত। কার্যত এদিন ক্যারিবিয়ানদের খেলার শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইটুকু করতে দেননি বিরাটের ছেলেরা। ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ের পর জয় ছিল সময়ের অপেক্ষা। সেখানে উইন্ডিজ লড়াই দেবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি তারা।
সোমবার মুম্বইতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট শুরু করেন রোহিত শর্মা। করেন ১৬২ রান। তাঁর সঙ্গে ভারতের আম্বাতি রাইডুও সেঞ্চুরি পান। তিনি করেন ১০০ রান। এই ২ ভারতীয় ব্যাটিং তারকার আক্রমণে ৫০ ওভারের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তোলে ৩৭৭ রান। এদিন বিরাট অনেকটাই ব্যর্থ। মাত্র ১৬ রান করেন তিনি।
৩৭৮ রান করলে জিতবে। এমন পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই চালিয়ে খেলার চেষ্টা শুরু করে উইন্ডিজ। আর সেটাই ভয়ংকর হয়ে দাঁড়ায় তাদের কাছে। একের পর উইকেট পড়তে থাকে। দলগত ৫৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে কার্যত খেলা হেরে যায় উইন্ডিজ। অধিনায়ক হোল্ডারের ৫৪ রান ছাড়া অন্য কেউই এদিন ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেনি। ৩৬ ওভার ২ বল খেলে মাত্র ১৫৩ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। এদিন ম্যাচের সেরা হন রোহিত শর্মা। ৫ ম্যাচের সিরিজয়ে ৪ ম্যাচের শেষে ভারত ২-১-এ এগিয়ে গেল। ফলে সিরিজ হারার সম্ভাবনা নেই। শেষে ম্যাচ উইন্ডিজ যদি জেতেও তাহলেও সিরিজ ড্র।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)