একদিনের ম্যাচে মাত্র ১৪ ওভার ৫ বল খেলে জিতে নিল ভারত। তাতেও রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব। বিরাট কোহলির ছবির মত কিছু শট দেখার সুযোগ পেলেন দর্শকরা। নাহলে টিকিট কেটে এই খেলা দেখতে আসাই বৃথা হত। এদিন তিরুবনন্তপুরমে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। সিরিজে সমতা ফেরানোর জন্য এদিন তাদের জিততেই হত। এই অবস্থায় প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। এদিন যেভাবে একের পর এক উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা তাতে তাদের জেতার কোনও তাগিদ আছে বলেই মনে হয়নি। উইন্ডিজের পাওয়েল (১৬), স্যামুয়েলস (২৪) এবং জেসন হোল্ডার (২৫) রান ছাড়া কেউ ২ অঙ্কের রানেই পৌঁছতে পারেননি। এরমধ্যে আবার ০ রান করে ফেরেন ৩ জন। রবীন্দর জাদেজা ৪ উইকেট তুলে উইন্ডিজ ব্যাটিংয়ের হাল বেহাল করা নিশ্চিত করেন। ৩১ দশমিক ৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে ক্যারিবিয়ানরা তোলে মাত্র ১০৪ রান।
১০৫ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। কিন্তু তিনি কিছুক্ষণ পর স্লিপে ক্যাচ তুলে দেন। বিরাটের তোলা সেই সহজ ক্যাচ হাত ফস্কায় উইন্ডিজ অধিনায়ক হোল্ডারের। জীবন ফিরে পাওয়া বিরাটকে এরপর আর রুখতে পারেনি ক্যারিবিয়ান বোলিং। অন্যদিকে রোহিত শর্মা ছিলেন এককথায় বিধ্বংসী মেজাজে। রোহিত ৬৩ রান করেন। বিরাট করেন ৩৩ রান। ১৪ দশমিক ৫ ওভারেই জয়ের জন্য ১০৫ রান তুলে নেয় এই জুটি। ৯ উইকেটে জেতে ভারত। জেতে সিরিজও। ম্যাচের সেরা হন রবীন্দর জাদেজা। সিরিজের সেরা হন বিরাট কোহলি। টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও হারল উইন্ডিজ। ৩-১ ব্যবধানে একদিনের সিরিজ হারল তারা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)