
কানপুর টেস্টে বিরাট বাহিনীর জয়টা ছিল সময়ের অপেক্ষা। আর সেই প্রহর ঘড়ির কাঁটায় পৌনে ১টার মধ্যে গুটিয়ে দিল অশ্বিনের ঘাতক ঘূর্ণি। সঙ্গে যোগ্য সঙ্গত দিল মহম্মদ সামির পেস। পঞ্চম দিনের মধ্যলগ্নেই নিউজিল্যান্ডকে ১৯৭ রানে হারিয়ে দিল ভারত। পকেটে পুরে নিল সিরিজের প্রথম টেস্ট। এদিন সকালে ৩৪১ রানের লক্ষ নিয়ে মাঠে নামেন কিউয়ি ব্যাটসম্যানেরা। অন্যদিকে ৬ উইকেট পকেটে পুরলেই জয় নিশ্চিত, এই শর্তকে সামনে রেখে মাঠে নামে ভারত। চতুর্থ দিনের পর পঞ্চম দিনেও অশ্বিন হানায় পর্যুদস্ত হয়ে পড়ে কিউয়িরা। রঞ্চি আর স্যান্টনার জুটি একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলে জয়ের লক্ষ্যে ছোটার চেষ্টা চালালেও বাস্তবে তাঁদের জয় সম্ভব ছিল না। দিনের শেষে তাই সেই লড়াই কাজেও আসেনি। কিউয়িদের দ্বিতীয় ইনিংসে অশ্বিন ৬ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন সামি। রবীন্দর জাদেজা পান ১টি উইকেট। রান আউট হন টেলর।