ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা যদি অজিদের হয়ে থাকে, তবে দ্বিতীয় দিনটা লেখা রইল ভারতের নামে। অ্যাডিলেডের যে পিচে প্রথম দিনে ভারতীয় ব্যাটসম্যানেরা থৈ খুঁজে পাচ্ছিলেন না, সেই পিচেই এদিন ভারতীয় বোলিংয়ের বিক্রম দেখল ঘরের ছেলেরা। ভারতের এমন পাল্টা হানায় কার্যতই বিপর্যস্ত অজি ব্যাটিং।
প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ভারত তুলেছিল ২৫০ রান। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই শেষ উইকেট হারায় ভারত। স্কোর বোর্ডে একটিও রান যোগ না করেই। অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে প্রথম ইনিংসে ২৫০ রান। স্বভাবতই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। সেই অবস্থায় এদিন ব্যাট করতে নামেন অজি ব্যাটসম্যানেরা। আর তারপরই শুরু হল পাল্টা হানা। ভারতীয় বোলিং আক্রমণ যে এমন শানানো তলোয়ারের মত তাদের ওপর প্রহার করবে তা বোধহয় আন্দাজ করতে পারেননি ফিঞ্চ, হ্যারিস, পেন, খোওয়াজারা। মাত্র ১২৭ রানেই ৬ উইকেট হারিয়ে কার্যত মুখ থুবড়ে পড়ে অজি ব্যাটিং।
মহম্মদ সামি বাদে এদিন ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহ, অশ্বিন সকলেই অজি ক্রিকেটারদের সামনে প্রলয় হয়ে দেখা দিয়েছেন। এদিন অস্ট্রেলিয়ার হেড এখনও ৬১ রান অপরাজিত। এছাড়া হ্যান্ডসকম্ব (৩৪), খোওয়াজা (২৮) ও হ্যারিস (২৬)-এর বাইরে কেউ দাঁড়াতে পারেননি। দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১৯১ রান। হাতে আর ৩টি উইকেট। ভারতের চেয়ে এখনও ৫৯ রান পিছিয়ে।