বিরাট কোহলির ১২৩ রানের দুরন্ত ইনিংসে ভরসা করে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লড়াই দিচ্ছে ভারত। প্রথম টেস্টে কামাল দেখিয়েছিলেন পূজারা। দ্বিতীয় টেস্টে হাল ধরলেন বিরাট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংস শেষ করে ২৮৩ রানে। দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ১৭২ রান তোলার পর এদিন কার্যত ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। রাহানে (৫১) ও ঋষভ পন্থ (৩৬) ছাড়া কেউই অজি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।
৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে ফিঞ্চ ২৫ রান করে রিটায়ার্ড হার্ট হন। হ্যারিস (২০), মার্শ (৫), হ্যান্ডসকম্ব (১৩), হেড (১৯) ফেরেন কিছু করে রান যোগ করে। যা অজিদের দ্বিতীয় ইনিংসের জন্য যথেষ্ট। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর ১৩২ রান। ক্রিজে খোওয়াজা ৪১ রান করে এবং অধিনায়ক পেন ৮ রান করে রয়েছেন। তৃতীয় দিনের শেষে অজিদের লিড রয়েছে ১৭৫ রানের। হাতে রয়েছে ৬ উইকেট। ভারতের জন্য এই টেস্ট কঠিন হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। তবে চতুর্থ দিনের সকালটা কার হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে।