অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট জিতলেও সেই টেম্পো ধরে রাখতে পারল না ভারত। দ্বিতীয় টেস্টেই অসাধারণ কামব্যাক দেখাল অস্ট্রেলিয়া। ফলে চতুর্থ দিনের শেষে এখন শুধু সময়ের অপেক্ষা। ম্যাজিক কিছু না হলে এই টেস্ট ভারত হারছে। ফলে সিরিজে সমতা ফেরাতে চলেছে অজিরা।
পার্থের পিচে প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অজিরা। এদিন তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৪৩ রানে। ফলে ভারতকে জিততে গেলে করতে হত ২৮৭ রান। যা চতুর্থ উইকেটের ভাঙা পিচে তোলা কার্যত অসম্ভব। তবে সে লক্ষ্যে ভারতীয় ব্যাটসম্যানেরা একটা দুরন্ত ছুট দেখাতে পারতেন। যা কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া গেলনা।
এদিন ভারত যেন ব্যাট করতেই নামে হেরে। ০ রানে রাহুল, ৪ রানে পূজারা, ২০ রানে মুরলী বিজয়, ৩০ রানে রাহানে এবং অধিনায়ক বিরাট ১৭ রানে ফেরার পর এখন আর খেলায় ফেরার জায়গা নেই। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১২ রান। জিততে গেলে এখনও দরকার ১৭৫ রান। হাতে ৫ উইকেট। শুনতে ৫ উইকেট হলেও এখন পড়ে আছেন টেল এন্ডাররা। আপাতত পঞ্চম দিনের সকালে ব্যাট হাতে নামবেন ২৪ রান করে ক্রিজে থাকা হনুমা বিহারী এবং ৯ রান করে ক্রিজে থাকা ঋষভ পন্থ।