মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম দিনের দাপট দ্বিতীয় দিনেও বজায় রাখল ভারত। এদিন সকালে ভারতের টেস্ট স্পেশালিষ্ট হিসাবে খ্যাত চেতেশ্বর পূজারা দুরন্ত সেঞ্চুরি করেন। ১০৬ রান করে আউট হন তিনি। প্রথম দিনের শেষে পূজারার সঙ্গে ক্রিজে থাকা বিরাট কোহলিও এদিন ৮২ রান করেন। ফলে সকালে ভারতের কোনও উইকেটই তুলতে পারেননি অজি বোলাররা। এরপর ব্যাট করতে নেমে রাহানে (৩৪), ঋষভ পন্থ (৩৯) ভারতের স্কোর বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যান। সঙ্গে ছিলেন রোহিত শর্মা। তাঁর চওড়া ব্যাটে এদিন ৬৩ রান ওঠে। কিন্তু জাদেজা ৪ রান করে আউট হওয়ার পর রোহিত ক্রিজে থাকাকালীনই বিরাট কোহলি ইনিংস ডিক্লেয়ার করেন। ভারত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে করে ৪৪৩ রান।
বিরাটের লক্ষ্য ছিল অতি পরিস্কার। দিনেরে শেষে পড়ন্ত আলোয় অজি ব্যাটসম্যানদের একটা উইকেট তুলে নিতে পারলে চাপ একটু বেশি তৈরি করা। কিন্তু এদিন অজিরাও নাইট ওয়াচম্যান নামাননি। বরং হ্যারিস ও ফিঞ্চ ওপেন করেন। দিনের মত খেলা শেষ হওয়ার আগে ৬ ওভার খেলেনও। তোলেন ৮ রান। তৃতীয় দিনে অজি ইনিংসে ধস নামাতে পারলে এই টেস্ট কিন্তু জিতে নেওয়ার সম্ভাবনা ভারতের সামনে প্রবল।