
প্রায় আড়াই বছর জাতীয় দলে জায়গা জোটেনি। এনিয়ে ক্ষুব্ধও ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভাল রান থাকা সত্ত্বেও তাঁকে ভারতীয় দলে জায়গা না দেওয়া নিয়ে চাপা ক্ষোভও ছিল তাঁর। কিন্তু সেসব এখন অতীত। ফের ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে তাঁকে মাঠে পাবেন দর্শকরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ৩০ সেপ্টেম্বর ইডেনে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে দেখতে পাওয়া যাবে কেকেআর অধিনায়ককে। কে এল রাহুলের জায়গায় ভারতীয় দলে জায়গা পেয়েছেন গম্ভীর। চোটের জন্য ভাল ফর্মে থেকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচে দলে থাকতে পারছেন না রাহুল। এদিকে বিরাট ব্রিগেডের বোলিং স্তম্ভ ইশান্ত শর্মাও চিকুনগুনিয়ায় আক্রান্ত। তাই তাঁর জায়গায় দলে এসেছেন অফ স্পিনার জয়ন্ত যাদব।