Sports

দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত, ধুঁকছে অস্ট্রেলিয়া

যেখানে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার মরণ কামড় দেখার জন্য অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব, সেখানে ভারতের আরও ভয়ংকর রূপ দেখল তারা। বরং নিজেরে মাঠে, নিজেদের পিচেই ধুঁকছে অস্ট্রেলিয়া। সৌজন্যে অবশ্যই ভারতের ২ টেস্ট প্রতিভা। চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। ১৩০ রান করে অপরাজিত চেতেশ্বর দ্বিতীয় দিনের সকাল থেকেও ছিলেন অপ্রতিরোধ্য। অজিদের কোনও বোলারই তাঁকে কাবু করতে পারছিলেন না। যদিও দ্বিশতরানের দরজায় পৌঁছেও তাঁর ডবল সেঞ্চুরি অধরাই থেকে গেল। ১৯৩ রানে ভারতের এই টেস্ট স্পেশালিষ্টকে ফেরান লিয়ঁ। চেতেশ্বরের পর সেই একই রকম ভয়ংকর হয়ে ওঠেন ঋষভ পন্থ। যখন ভারত ডিক্লেয়ার দিচ্ছে তখনও ক্রিজে অপরাজিতই তিনি। ১৫৯ রান করে। ভারত এদিন ৬২২ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তবে পূজারা বা ঋষভের শতরানের ইনিংস সব আলো শুষে নিলেও ভারতের আরও ২ ব্যাটসম্যানের অবদানও অনস্বীকার্য। একজন মায়াঙ্ক আগরওয়াল। যিনি করেন ৭৭ রান। আর শেষের দিকে রবীন্দর জাদেজা। যিনি ৮১ রানে আউট হন। রবীন্দর জাদেজা আউট হওয়ার পরই ডিক্লেয়ার দিয়ে দেন বিরাট কোহলি।

৭ উইকেট হারিয়ে ৬২২-এর মত রানের পাহাড় গড়ে ডিক্লেয়ারের পর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিনও দিনের শেষ প্রান্তে পৌঁছে ডিক্লেয়ার। কারণটা জানা। বিকেলের আলোকে কাজে লাগিয়ে যদি একটা উইকেট তুলে নেওয়া যায় অজিদের। যদিও দিনের শেষ ১০ ওভার খেলে কোনও উইকেট খোয়ায়নি অস্ট্রেলিয়া। করেছে ২৪ রান। ক্রিজে রয়েছেন হ্যারিস ও খোওয়াজা। ক্রিকেট বিশেষজ্ঞেরা বলছেন, সিডনি টেস্ট জেতার জন্য যদি সহজ উইকেট তৈরি করে অস্ট্রেলিয়া ফাটকা খেলেও থাকে তবে তাদের জন্য বুমেরাং হয়েছে। কারণ টস জিতে সেই সুযোগ চুটিয়ে কাজে লাগিয়ে নিয়েছে ভারত।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button