ভারত প্রথম ইনিংস ৬২২ রানে ডিক্লেয়ার করার পর অস্ট্রেলিয়া প্রথম দিকে ভাল ব্যাটিংই করছিল। রানও উঠছিল। মনে করা হচ্ছিল সহজে ভারতকে ছাড়বে না তারা। কিন্তু তৃতীয় দিনে ভারতীয় ঘূর্ণির সামনে কার্যত মুখ থুবড়ে পড়ল অজি ব্যাটিং লাইনআপ। হ্যারিস (৭৯), খোওয়াজা (২৭) ও ল্যাবুস্যাঞ্জ ৩৮ রান করে কিছুটা লড়াই দেওয়ার পর কিন্তু ধসে পড়ে অজি ব্যাটিং। মার্শ ৮ রানে, হেড ২০ এবং অধিনায়ক পেন ৫ রানে আউট হন। কুলদীপ ফের ভয়ংকর। চায়নাম্যানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটসম্যানেরা। খোওয়াজা, হেড ও পেন-এর উইকেট তুলে নন তিনি। ভারতের অন্য ঘূর্ণি আক্রমণ রবীন্দর জাদেজা ব্যাটিংয়ে ৮১ করার পর বোলিংয়েও সমান সফল। এদিন অজিদের সেট ব্যাটসম্যান হ্যারিসকে বোল্ড করেন তিনি। প্যাভিলিয়নে পাঠান মার্শকেও। ল্যাবুস্যাঞ্জকে ফেরত পাঠান মহম্মদ সামি।
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৩৬। ক্রিজে আছেন হ্যান্ডসকম্ব ও কামিন্স। কার্যত ল্যাজে গোবরে দশা হয়েছে অস্ট্রেলিয়ার। নিজেদের মাঠেই ভারতের কাছে টেস্ট সিরিজ হারার মুখে তারা। আর ভারত ইতিহাস গড়ার দোরগোড়ায়।