৩০০ রানে প্রথম ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনেই গিয়েছিল ৬ উইকেট। এদিন বাকি ৪টি উইকেটও পরে যায়। এদিনও ভয়ংকর কুলদীপ যাদব। ৪টির মধ্যে ২ উইকেট তুলে নেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অজি ইনিংসকে কার্যত শেষ করেন তিনি। এদিন বাকি ২টি উইকেট আসে বুমরাহ ও সামির বল থেকে।
ভারত প্রথম ইনিংস ৬২২ রানে ডিক্লেয়ার করে। অজিরা প্রথম ইনিংসে তোলে ৩০০ রান। ফলে তারা ৩২২ রানে পিছিয়ে ছিল। প্রথম ইনিংসে ৩২২ রানে পিছনে থাকায় ভারতের হাতে সুযোগ ছিল তাদের ফলো অন করিয়ে ফের ব্যাট করতে পাঠানোর। সেটাই করলেন বিরাট কোহলি। ফের অজিদের ব্যাট করতে পাঠালেন। চতুর্থ দিনের শেষে ৬ রান করে অজি ওপেনিং খোওয়াজা-হ্যারিস জুটি ক্রিজে। পঞ্চম দিনে জেতা দূরে থাক এখন ১০ উইকেট দিনের শেষ পর্যন্ত বাঁচিয়ে খেলাকে ড্র করাই বড় চ্যালেঞ্জ অজিদের সামনে। আর সিরিজে এই ম্যাচ ড্র হলেও সিরিজ ভারতের পকেটে। ইতিহাস গড়ে অজিদের মাঠে তাদের টেস্ট সিরিজে হারাতে চলেছে ভারত। এখন শুধু সময়ের অপেক্ষা।