Sports

পূজারা-রাহানের কাঁধে ভর করে মুখ বাঁচাল ভারত

ইডেন টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে তেমন দাপট দেখাতে পারল না ভারত। চেতেশ্বর পূজারা ও রাহানেকে বাদ দিলে ভারতীয় শিবিরের আর কেউই তেমন রান পাননি। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে বিরাট ব্রিগেড। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরুতেই বিপর্যয়। ব্যক্তিগত ১ ও ৯ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয়কে। ভারতের স্কোর ৪৬ রানে পৌঁছতেই মাত্র ৯ রান করে আউট হয়ে যান অধিনায়ক বিরাট কোহলিও।

এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে রুখে দাঁড়ান রাহানে ও পূজারা জুটি। কা‌র্যত ভারতীয় স্কোরকে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন এই দুই মিডল অর্ডার ব্যাটসম্যানই। ৪৬ রানে ৩ উইকেট হারানো ভারত ১৮৭ রান পর্যন্ত উইকেট পতন আটকে রাখে। এরপর যদিও পরপর বাকি ৪টি উইকেট পড়ে যায়।


প্রথম দিনের শেষে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও রবিন্দর জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে এদিন সফলতম বোলার হেনরি। ভাল বল করেন জেএস প্যাটেলও। দিনের একমাত্র ছক্কাটি আসে ঋদ্ধিমানের হাত থেকে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button