অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জয়ের আশা জিইয়ে রাখল ভারত। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ ছিল ডু অর ডাই। হারলে সিরিজ হাতছাড়া। এই অবস্থায় এদিন নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম টি-২০-তে প্রথমে ব্যাট করে যেমন বিধ্বংসী চেহারা নিউজিল্যান্ড নিয়েছিল, এদিন ততটা করতে পারেনি। বরং ভারতীয় বোলিং এদিন অনেক বেশি নিয়ন্ত্রিত ছিল।
দলগত ৫০ রানের মধ্যেই এদিন ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। আগের দিনের ডেঞ্জারম্যান সিফার্ট এদিন ১২ রানে ফেরেন। মুনরোও ১২। মিশেল (১) ও অধিনায়ক উইলিয়ামসন (২০) ফেরার পর ম্যাচের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটসম্যান টেলর ও গ্র্যান্ডহোম। এঁদের দাপটে নিউজিল্যান্ড রানের গতি বজায় রেখে ভাল স্কোরের দিকে এগোতে থাকে। গ্র্যান্ডহোম ৫০ ও টেলর ৪২ রান করে আউট হন। ততক্ষণে ম্যাচ তার শেষ লগ্নে পৌঁছে গেছে। শেষ বলে ৩ রান করে ফেরেন সাউদি। নিউজিল্যান্ড ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান।
টি-২০ ক্রিকেটে এই রান বিশাল না হলেও অবশ্যই চ্যালেঞ্জিং। ১৫৯ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ব্যাট চলতে থাকে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের। এঁরা ২ জনেই ভারতের জয়ের ভিত গড়ে দেন। রোহিত ৫০ রান ও শিখর ৩০ রান করে ফেরার পর বিজয় শঙ্কর ফেরেন ১৪ রান করে। জুটি বাঁধেন ধোনি ও ঋষভ পন্থ। এঁরা ২ জনে শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত জেতে ৭ উইকেটে। ৪০ রান করে ঋষভ ও ২০ রান করে ধোনি অপরাজিত থাকেন। ৩ উইকেট তুলে ম্যাচের সেরা হন ক্রুণাল পাণ্ডিয়া।
এদিনের জয়ের ফলে সিরিজে সমতা ফিরল। সিরিজ এখন ১-১। ফলে রবিবারের শেষ টি-২০ কার্যত ফাইনালের চেহারা নিল। যে দল জিতবে সিরিজ তাদের।