
সকালে ঋদ্ধিমান সাহার দুরন্ত ব্যাটিং ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে প্রথম ইনিংসে একটা চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। কার্যত ঋদ্ধির অর্ধ শতরানের দৌলতেই ৩০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় ভারত। ঋদ্ধি ৫৪ রান করে অপরাজিত থাকলেও বাকি উইকেট হারিয়ে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩১৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুবনেশ্বর কুমারের বিষাক্ত বোলিং আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়ে কিউয়ি ব্যাটিং লাইনআপ। মাত্র ২৩ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরতে হয় নিউজিল্যান্ডের দুই ওপেনার গুপতিল ও ল্যাথামকে। আউট হন নিকোলস। এরপর টেলর ও রঞ্চি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও তাতে বেশিক্ষণ ভারতীয় বোলিং আক্রমণকে ঠেকানো যায়নি। দলগত স্কোর ১২২ রানের মাথায় নিউজিল্যান্ডের ৭ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। যারমধ্যে ৫ উইকেট পান একা ভুবনেশ্বর কুমারই। একটা করে উইকেট পান জাদেজা ও সামি। ১২৮ রানে দিনের মত খেলা শেষ হয়ে যায়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় দিনের শেষে যা অবস্থা তাতে এই খেলায় ভারত না জিতলেই অবাক হওয়ার কথা। আর জিতলে ইতিহাস। কারণ ইডেনের পিচে দেশের মাটিতে ২৫০ তম টেস্ট খেলছে ভারত। সেক্ষেত্রে এই টেস্ট জেতার একটা অন্য মাত্রা আছে বৈকি!