মাত্র ১৬ রানে ২ উইকেট। মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথমেই ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার স্ট্রাইক বোলার রাবাডা। এখানেই শেষ নয়। দলের ৩৯ রানের মাথায় মাত্র ১২ রান করে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। তাহলে কী ২টো টেস্ট হারার পর একদম অন্য স্ট্র্যাটেজিতে খেলছে দক্ষিণ আফ্রিকা? রাঁচি টেস্ট জিততে তারা রণকৌশল বদলে ফল পেতে শুরু করল? এমন প্রশ্ন এরপর মনে ঘুরপাক খেতে থাকে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। আর ঠিক সেই সময়েই ভেল্কি দেখাতে শুরু করে রোহিত শর্মার ব্যাট। যোগ্য সঙ্গত দিতে থাকেন অজিঙ্কা রাহানে।
রাঁচি টেস্টে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। গত টেস্টেও প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ার পর ভারতের সেই রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি প্রোটিয়ারা। ২টো ইনিংস খেলেও নয়। ফলে ইনিংস ডিফিট হয় তাদের। এবারও হয়তো টস জেতার সুবাদে তারই পুনরাবৃত্তি চেয়েছিলেন বিরাট। কিন্তু শুরুর ৩ উইকেট হারানোর ধাক্কা সেই স্বপ্ন মুছে দিতে থাকে। কিন্তু ফের সেই স্বপ্ন দিনের শেষে জাগিয়ে দিয়েছেন রোহিত ও রাহানে।
রোহিত শর্মা এই টেস্টে ফের ওপেনার হিসাবে সফল। ১১৭ রান করে দিনের শেষে অপরাজিত রয়েছেন তিনি। অন্যদিকে অজিঙ্কা রাহানেও ৮৩ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শুরুতে তাঁর শতরান দেখার জন্য মুখিয়ে থাকবেন ভারতবাসী। প্রথম দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে তোলে ২২৪ রান। রাঁচি টেস্টেও বড় রানের ইনিংস গড়তে পারলে প্রোটিয়াদের চাপ কিন্তু বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।