Sports

জয় নিশ্চিত, তবু চতুর্থ দিনের সকালে নামতেই হচ্ছে ভারতকে

দ্বিতীয় দিনের রাঁচি টেস্ট যেখানে শেষ হয়েছিল, তাতে তৃতীয় দিনই ম্যাচের সব পরিস্কার করে দেবে। এটা আগেই বলা হয়েছিল। হলও তাই। তৃতীয় দিনেই ঠিক হয়ে গেল রাঁচি টেস্টে কারা জিতবে। ভারত যে এই টেস্ট হেলায় জিতে নিতে চলেছে তা তৃতীয় দিনে ১৬টি উইকেট খুইয়ে ২৮৩ রান তোলা দেওয়ালে পিঠ ঠেকা দক্ষিণ আফ্রিকার দুর্বল ব্যাটিং থেকেই স্পষ্ট হয়ে গেল। মাত্র ২টি উইকেট দূরে রয়েছে ভারতের জয়। তাও আবার আগের টেস্টের মতই ইনিংস ডিফিট হতে চলেছে প্রোটিয়াদের।

দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমেই যে ধাক্কা দক্ষিণ আফ্রিকা খেয়েছিল সেই ধাক্কা তৃতীয় দিনে আরও ভয়ংকরভাবে তাদের কাবু করল। মাত্র ৩ দিনেই শেষ করে দিল ৫ দিনের টেস্ট। হার জিত আছে। কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াইটুকুও দিতে পারল না প্রোটিয়ারা। দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ২টি উইকেট হারিয়েছিল তারা। করেছিল মাত্র ৯ রান। তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে কিছু লড়াই দেওয়ার চেষ্টা করলেন মাত্র ৩ জন। হামজা করলেন ৬২ রান, লিন্ডে ৩৭ ও বাভুমা ৩২ রান। এর বাইরে প্রোটিয়াদের কেউ ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৬২ রানে শেষ হয়ে যায় তাদের সব উইকেট। ফলে ভারতের ফলোঅন করাতে সমস্যা হয়নি।


আগের টেস্টের মত এই টেস্টেও ফলো অন করে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয় পিছু ছাড়েনি প্রোটিয়াদের। মাত্র ৩৬ রান করতেই প্রথম ৫ উইকেট হারায় তারা। এরপর আর খেলার কিছু বাকি ছিলনা। বাকি ছিল শুধু নিয়ম রক্ষা। ব্যাটসম্যানেরা চরম ব্যর্থ হওয়ার পর দলের হাল ধরার মরিয়া চেষ্টা চালান দক্ষিণ আফ্রিকার বোলাররা। লিন্ডে ২৭ রান, পিয়েত ২৩ রান, রাবাডা ১২ রান করেন।

প্রথম ইনিংসে কিছুটা লড়াই দেওয়া হামজা ও বাভুমা দ্বিতীয় ইনিংসে ০ রানে ফেরেন। এছাড়া অধিনায়ক ডু প্লেসি ৪, ডি কক ৫, ক্যাসেন ৫, এলগার ১৬ রান করেন। দিনের শেষে মাটি কামড়ে লড়ছেন দক্ষিণ আফ্রিকার ২ টেল এন্ডার টিবি ডে ব্রুন (৩০) ও নোরজে (৫)। তৃতীয় দিনের খেলা যখন শেষ হয় তখন দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে করেছে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান। এখনও ভারতের থেকে ২০৩ রান দূরে রয়েছে তারা। হাতে রয়েছে শেষ ২টি উইকেট।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button