
আড়াই বছরের অপেক্ষা। অনেক মান অভিমান। ক্ষোভের বহিঃপ্রকাশ। অবশেষে আড়াই বছর পর ফের ভারতীয় দলে কামব্যাক। নিজেকে প্রমাণ করার ফের একটা সুবর্ণ সুযোগ। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সকাল যে অন্য কথা বলল। এত কাঠখড় পুড়িয়ে নিজের জাত চেনানোর যে সুযোগ গৌতম গম্ভীর পেয়েছিলেন, তার সদ্ব্যবহার হল কই! ২৯ রান করেই তো প্যাভিলিয়নে ফেরত গেলেন কেকেআর অধিনায়ক। পূজারা বা মুরলী বিজয়ও কিউয়ি বোলিং আক্রমণের সামনে তেমন কিছু দেখাতে পারলেন না। পারলেন সেই বিরাট। অবশেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে যাঁকে শেষমেশ স্বমহিমায় দেখতে পেলেন ভারতবাসী। আপাতত ১০৩ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সাক্ষাৎ যমদূতের মত কিউয়িদের ভাল শুরুর যাবতীয় সাফল্যকে যিনি একাই শুষে নিলেন প্রথম দিনে। তবে শুধু বিরাটের সুখ্যাতিটা অন্যায় হবে। কারণ উল্টোপারে দাঁড়িয়ে তাঁকে দিনভর যোগ্যসঙ্গত দিয়ে গেলেন অজিঙ্ক রাহানে। প্রথম দিনের শেষে রাহানের ব্যক্তিগত সংগ্রহ ৭৯ রান। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর দিনের শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৭ রান।