টি-২০ সিরিজ হোক বা একদিনের ক্রিকেট অথবা টেস্ট। ভারতে এসে ভারতকে হারানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল অন্য ক্রিকেট খেলা দেশগুলির কাছে। অশ্বমেধের ঘোড়ার মতই সব ধরনের ফরম্যাটে ভারত দাপটের সঙ্গে উত্তীর্ণ হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে আসার পর প্রথমে ৩ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি তারা। আর সেখানেই ভারতকে ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিয়েছে ভারতকে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা তারা ধরে।
প্রথম ম্যাচে পাহাড় প্রমাণ রান করেও বিরাট কোহলির অবিস্মরণীয় ব্যাটিং সে যাত্রায় জিততে দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু দ্বিতীয় টি-২০-তেই ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়ায়। ভারতকে কার্যত নাস্তানাবুদ করে হারিয়েছে তারা। বিরাট কোহলি তাঁর দলের দুর্বল ফিল্ডিংকে দায়ী করেছেন ঠিকই, কিন্তু ব্যাটিংও বড় একটা ভাল হয়নি ভারতের। ফলে সিরিজ এখন ১-১।
বুধবার সিরিজের শেষ ম্যাচ। খেলা হবে ওয়াংখেড়েতে। সিরিজ ১-১ থাকায় সিরিজের শেষ ম্যাচ কার্যত ফাইনাল। এদিন যে জিতবে সেই সিরিজ নিয়ে যাবে। যা ভারত তাদের মাটিতে অবশ্যই চাইবে না। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেয়ে এখন উত্তেজনায় ফুটছে। তারা জানে তাদের দলে টি-২০ স্পেশালিস্টের অভাব নেই। ফলে ভারতকে তারা সহজে জিততে দেবেনা। এদিন ভারতকে জিততে গেলে কিন্তু সব খেলোয়াড়কে তার সেরাটা উজাড় করে দিতে হবে। সেইসঙ্গে টসও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।