ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের শেষে ম্যাচের ওপর নিজেদের আধিপত্য কায়েম করল বিরাট ব্রিগেড। অবশ্যই সেই পর্যন্ত পৌঁছনোর যাবতীয় করতালি বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের প্রাপ্য। প্রথম দিনের শেষেই ভারতের এই জুটি বুঝিয়ে দিয়েছিল দ্বিতীয় দিনটা তাদের। হলও তাই। এদিন গোটা দিন জুড়ে যে ক্রিকেট হয়েছে তাতে ক্রিকেটোচিত শট ছিল, টেস্টের মানসিকতা ছিল, ধৈর্য ছিল, আর বড় রান গড়ার তাগিদটা ছিল। প্রথম দিন করেছিলেন শতরান। আর এদিন সম্পূর্ণ করলেন দ্বিশতরান। অবশেষে ২১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক বিরাট। অন্যদিকে অজিঙ্কা রাহানেও সমান পরিমাণ উদ্ভাসিত। দ্বিশতরানটা শিকেয় না ছিঁড়লেও এদিন তার দরজায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ১৮৮ রান করার পর তাঁকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট। এই দুই বিশাল অঙ্কের রানের ওপর ভরসা করে এদিনে খেলার প্রায় শেষ লগ্নে ৫৫৭ রানের স্কোরে ডিক্লেয়ার করে দেন বিরাট। তবে দিনের শেষ লগ্নে ডিক্লেয়ার করে নতুন বল আর বিকেলের পড়তে থাকা আলোকে কাজে লাগিয়ে কিউয়িদের শুরুতেই ধাক্কা দেওয়ার যে কৌশল বিরাট নিয়েছিলেন তাতে তেমন সফল নয় ভারতীয় বোলিং আক্রমণ। দিনের শেষে কিউয়িদের সংগ্রহ ২৮ রান। ক্রিজে রয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার গুপতিল ও ল্যাথাম।
Read Next
Sports
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
Sports
September 17, 2024
বিরল কৃতিত্ব, চিনের প্রাচীর ভেঙে টানা ৫ বার এশিয়া সেরা ভারত
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
October 3, 2024
নীরজ চোপড়ার মাকে চিঠি লিখে নিজের মায়ের রান্নার কথা জানালেন প্রধানমন্ত্রী
October 1, 2024
খেলবেন না বুঝিয়েও বছরের পর বছর খেলে যাচ্ছেন, ধোনিকে খোঁচা শাহরুখের
September 17, 2024
বিরল কৃতিত্ব, চিনের প্রাচীর ভেঙে টানা ৫ বার এশিয়া সেরা ভারত
Related Articles
Leave a Reply