অশ্বিন তুফানে ইন্দোর টেস্টে হোয়াইটওয়াশের মুখে কিউয়িরা। এদিন একাই ৬ উইকেট নেন ভারতের এই ঘূর্ণিঝড়। শুধু ৬টি উইকেটই নেননি, সঙ্গে সঙ্গে আরও ২টি উইকেট ফেলাতেও অশ্বিনই মূর্তিমান যম হয়ে সামনে এসেছেন কিউয়িদের। গুপতিল আর প্যাটেলকে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই অশ্বিনই। বাকি ২টি উইকেট তুলে নেন সামি।
এদিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা অশ্বিনকে খেলতে হিমসিম খেয়ে যান। যদিও ইনিংসের শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। ২ ওপেনার গুপতিল ও ল্যাথামের যুগলবন্দিতে কোনও উইকেট না হারিয়েই ১১৮ রান তুলে নিয়েছিল তারা। কিন্তু তারপর থেকে অশ্বিন ঘূর্ণির ধাক্কায় ক্রমশ বেসামাল হয়ে পড়েন কিউয়ি ব্যাটসম্যানেরা।
গুপতিলের ৭২, ল্যাথামের ৫৩ ও নিসামের ৭১ রান বাদ দিলে এদিন নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। ২৯৯ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ২৫৮ রানের লিড পায় ভারত। ফলো অন করে নিউজিল্যান্ডকে ফের ব্যাট করতে পাঠানোই যেত। কিন্তু সে রাস্তায় না হেঁটে বিরাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন। এদিন দিনের শেষে ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ১৮ রান। তবে দ্বিতীয় ইনিংসেও ভাগ্য সাথ দিলনা গৌতম গম্ভীরের। ব্যক্তিগত ৬ রানে চোট লেগে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।