Sports

লজ্জার হার ভারতের, টেস্টেও হোয়াইটওয়াশ

২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০-তে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পুরো খেলা হল না। তার আগেই হেরে গেল ভারত। পরপর একদিনের সিরিজ ও টেস্ট সিরিজ বহুকাল হারেনি টিম কোহলি। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিংয়ের দাপটের সামনে খড়কুটোর মত ধসে গেল ভারতের ক্রিকেট দাপট। সোমবার ৭ উইকেটে ক্রাইস্টচার্চ টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। সেইসঙ্গে টেস্ট সিরিজও জিতে নিল তারা।

দ্বিতীয় দিনের শেষেই পরিস্কার ছিল ভারতের হারের ছবি। অপেক্ষা ছিল তৃতীয় দিনের নিয়মরক্ষার। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৯৬ রান। এদিন ব্যাট করতে নেমে ১২৪ রান সাকুল্যে করে ভারত। অর্থাৎ এদিন ৪ উইকেটের বিনিময়ে তারা তোলে ২৮ রান। প্রথম ইনিংসে ভারতীয় ইনিংসকে প্রায় একাই শেষ করেন জ্যামিসন। আর দ্বিতীয় ইনিংসে ভারতকে ১২৪ রানে গুটিয়ে দেয় বোল্ট ও সাউদি-র বিষাক্ত বোলিং। প্রথম ইনিংসে ৭ রানে এগিয়ে ছিল ভারত। ফলে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩১ রান।


অতি কম রান। তবু পিচ সুবিধের নয়। তবু নিউজিল্যান্ড তাদের চেনা পিচে যথেষ্ট দাপটেই শুরু করে খেলা। ল্যাথাম ও ব্লান্ডেলের ওপেনিং পার্টনারশিপই খেলা জিতিয়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু দলের ১০৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউয়িরা। ৫২ রানে ফেরেন ল্যাথাম। এদিনও ব্যর্থ অধিনায়ক কেন উইলিয়ামসন। ৫ রান করে তাঁকেও ফিরতে হয়। জয়ের দোরগোড়ায় পৌঁছে ৫৫ রান করে ফেরেন ব্লান্ডেল। এরপর বাকিটুকু টেলর ও নিকোলস ২ জনে ৫ রান করে তুলে নেন। এই ম্যাচের সেরা হন জ্যামিসন। টেস্ট সিরিজের সেরা হন টিম সাউদি।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button