হোটেলের বাইরে পা দেওয়া মানা, বিশ্বকাপ জিতে বার্বাডোজেই বন্দি রোহিতরা
বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করেছেন। গোটা দেশ মুখিয়ে আছে বিশ্বজয়ীদের দেশে ফেরার আশায়। কিন্তু বার্বাডোজেই বন্দি রোহিত, বিরাটরা। হোটেলের বাইরে পা দেওয়া মানা।
১৩ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে এনেছেন রোহিত, বিরাট, যশপ্রীতরা। গত শনিবার বার্বাডোজের মাটিতে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গোটা ভারতীয় দল আবেগে ভেসে যায়। অন্যদিকে দেশে রাতেই শুরু হয়ে যায় উৎসব।
বহু বছর পর ফের রাস্তায় নেমে বিশ্বজয়ের আনন্দে মেতে উঠলেন দেশবাসী। অপেক্ষা ছিল রোহিত, বিরাটরা দেশে পা রাখলে আবার তাঁদের নিয়ে উৎসবে মেতে ওঠার।
কিন্তু বিশ্বকাপ জিতেও রোহিত, বিরাটরা বার্বাডোজে হোটেলেই বন্দি অবস্থায় কাটাচ্ছেন। তাঁদের হোটেলের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
ফলে সারাদিন কাটছে হোটেলেই। বার্বাডোজ বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বুঝে তা ফের সক্রিয় হবে। উড়বে বিমান। তারপরই বিরাটদের চার্টার্ড বিমানে দেশে উড়িয়ে আনবে বিসিসিআই। তার আগে নয়।
ওয়েস্ট ইন্ডিজের দ্বীপগুলিতে চোখ রাঙাচ্ছে হ্যারিকেন বেরিল। এখানে যে ঘূর্ণিঝড় সাইক্লোন তা মার্কিন মুলুকে ও তার আশপাশে হ্যারিকেন। ক্যাটাগরি ৪ মাত্রার ভয়ংকর এই ঘূর্ণিঝড়ের দাপট গত শনিবার বিকেলের পর থেকেই শুরু হয়েছিল।
ক্রমে তা বাড়তে থাকে। রবিবার ও সোমবার তার দাপট আরও বেড়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় বার্বাডোজ ছাড়ার কথা ছিল ভারতীয় দলের। তারপর তারা উড়ে যেত নিউ ইয়র্কে।
সেখান থেকে বিমান ধরে দুবাই হয়ে ভারতে আসার কথা ছিল তাদের। কিন্তু সব ভেস্তে দিয়েছে ঘূর্ণিঝড়। বার্বাডোজে প্রবল ঝড়বৃষ্টি আরও বাড়বে সোমবার জুড়ে।
অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় বার্বাডোজ সুনসান করছে। স্থানীয়রাও বাড়িতেই রয়েছেন। বিরাট, রোহিতদের হোটেলের বাইরে যেতে মানা করা হয়েছে। সে পরিস্থিতিও নয়। এখন এই বেরিল দুর্যোগ কাটিয়ে তাঁরা কবে দেশের জন্য রওনা দিতে পারেন সেটার জন্য অপেক্ষা করতেই হবে।