ভারতে খেলতে এসে এই প্রথম জয়ের মুখ দেখল নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে ভারতকে ৬ রানে হারিয়ে দিল কিউয়িরা। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ধোনি। উইলিয়ামসনের ১১৮ রান ও ল্যাথামের ৪৬ রানের কাঁধে ভর করে নড়বড়ে নিউজিল্যান্ড ইনিংস পৌঁছে যায় ২৪২ রানে।
ওয়ান ডে ম্যাচে যা এখন আর বড় রান নয়। ফলে লক্ষ্য যে কঠিন ছিল তা নয়। কিন্তু সেটা কঠিন করে দেয় শুরু থেকেই ভারতের নিয়মিত উইকেট পতন। এদিন গোটা ম্যাচে কেদার যাদব বাদে কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৪০ রানের গণ্ডি পার করতে পারেননি। যদিও লক্ষ্য খুব শক্ত না হাওয়ায় শেষের দিকে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে যায় ধোনির ছেলেরা। যদিও শেষ রক্ষা হয়নি। ৩ বল ও ৬ রান বাকি থাকতেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। হয়তো শেষ উইকেট বাঁচিয়ে ক্রিজে টিকতে পারলে জয় এলেও আসতে পারত। কিন্তু সে সবই জল্পনা। ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২ ম্যাচের শেষে ফলাফল ১-১। খুব স্বাভাবিকভাবেই এদিন ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন কেন উইলিয়ামসন।