ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর কুক ব্রিগেড। তৃতীয় দিনে ভারত চোখে পড়ার মত ব্যাটিং না দেখাতে পারলে চিন্তার কারণ আছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। দ্বিতীয় দিনের সকালে ৯৯ রানে ব্যাট করতে নেমে সহজেই সেঞ্চুরি করেন মইন আলি। সেইসঙ্গে এদিন স্টোকসও সেঞ্চুরি করে দলকে ভাল অবস্থায় পৌঁছে দেন। প্রথম ইনিংসে রুট, মইন ও স্টোকস-এর ৩ সেঞ্চুরি ইংল্যান্ডের স্কোর পৌঁছে দেয় ৫৩৭ রানে।
এদিন দিনের শেষলগ্নে ব্যাট করতে নামে ভারত। ভারতের দুই ওপেনার গৌতম গম্ভীর ও মুরলী বিজয় স্কোর বোর্ডে ৬৩ রান যোগ করার পর এদিনের মত শেষ হয় খেলা। তৃতীয় দিন সকালে ১০ উইকেট হাতে নিয়েই লড়াইটা শুরু করতে পারবে ভারত। আর সেখানেই ব্যাটে ভেল্কি দেখাতে হবে তাদের।