রাজকোট টেস্টের প্রথম দুটো দিন ছিল ইংল্যান্ডের। কিন্তু ব্যাট হাতে নামার পর মাত্র একদিনের ব্যবধানে খেলায় ফিরল ভারত। ব্যাট হাতে ইংল্যান্ডের মতই সফল তারা। শুক্রবার তৃতীয় দিনের খেলার শুরুতেই ধাক্কা আসে ভারতের। আউট হয়ে ব্যক্তিগত ২৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় গৌতম গম্ভীরকে। ক্রিজে আসেন চেতেশ্বর পূজারা। শুরু হয় রাজকোটের পিচে মুরলী বিজয় আর পূজারার যুগলবন্দি। যা দিনভর তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। দুজনেই এদিন সেঞ্চুরি করেন।
বিজয় ১২৬ রানে ও পূজারা ১২৪ রানে যখন প্যাভিলিয়নে ফেরেন তখন সূর্যদেব অস্তাচলের পথে। ফলে প্রায় শেষের দিকে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। আর খেলায় যখন দিনের মত ইতি টানার সময় তখন নাইট ওয়াচম্যান হিসাবে পাঠানো হয় অমিত মিশ্রকে। কিন্তু তাতে ফল হয়নি। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বন্ধ হয় দিনের মত খেলাও। চতুর্থ দিনে বিরাটের সঙ্গে নতুন ব্যাটসম্যান মাঠে নামবেন। তবে খুব এদিক ওদিক কিছু না হলে খেলা যে ড্রয়ের রাস্তা ধরে নিয়েছে তাতে একমত ক্রিকেট বিশেষজ্ঞেরা।