তৃতীয় দিনের মত স্বস্তির জায়গায় থাকতে পারল না বিরাট ব্রিগেড। বরং চতুর্থ দিনে ফের খেলায় ফিরেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকাতে না পারাটা ভারতের জন্য খুব একটা সুখের হবে না, এটা বলেই আসছিলেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। সেইসঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার দুরস্ত শুরু দিয়ে দলকে রীতিমত শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছেন। তৃতীয় দিনে মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারার জোড়া সেঞ্চুরি ভারতকে ভাল অবস্থায় পৌঁছে দিলেও চতুর্থ দিনে বাকিরা কেউই তেমন চোখে পড়ার মত ব্যাট করতে পারলেন না।
কিছুটা লড়াই দিয়েছেন অশ্বিন। অশ্বিনের মূল্যবান ৭০ রান ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখে। এছাড়া বিরাট কোহলি ৪০ রান ও ঋদ্ধিমান সাহার ৩৫ রান বাদ দিলে কেউই ব্রিটিশ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৮৮ রানে। প্রথম ইনিংসে ৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের কুক ও হামিদ। দিনের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে তাঁদের সংগ্রহ ১১৪ রান। ফলে পঞ্চম দিনে ১০ উইকেট হাতে নিয়ে ১৬৩ রানের লিড ঝুলিতে রেখে ব্যাট করতে নামবে ইংল্যান্ড। যা ভারতের জন্য মোটেও স্বস্তির নয়। খেলার যা পরিস্থিতি তাতে ভারতকে ড্র করার জন্য রাজকোটের মাঠে শেষ দিন রীতিমত লড়াই দিতে হবে।