রাজকোট টেস্টের পঞ্চম দিনে যে ভারতকে ড্রয়ের জন্য দাঁত কামড়ে লড়তে হবে তা চতুর্থ দিনের শেষেই বুঝতে পারছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হলও তাই। বিরাট কোহলি না থাকলে ভারতকে হয়তো প্রথম টেস্টে হার দিয়েই সিরিজ শুরু করতে হত। পঞ্চম দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ২৬০ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। মাত্র ৩ উইকেট তখন গেছে ইংল্যান্ডের। যদিও এই রানের বড় অংশ কুকের অবদান। কুকের ১৩০ রানের দুরন্ত ইনিংস ইংল্যান্ডকে জেতার লড়াইয়ের সুযোগ করে দেয়।
৩০৯ রানের লিড নিয়ে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কিন্তু শুরুতেই ধাক্কা। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় ওপেনার গৌতম গম্ভীরকে। এরপর একে একে পূজারা, বিজয়, রাহানেরা ইংল্যান্ডের বোলিং দাপটের সামনে সামান্য রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরতে থাকেন। এই অবস্থা চলতে থাকলে হার দোরগোড়ায়। এরপর ম্যাচের হাল ধরেন বিরাট। তাঁর ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলাকে ক্রমশ ড্রয়ের দিকে নিয়ে যায়। খেলার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ভারত। ম্যাচের শেষে বিরাট কোহলি তাঁর প্রতিক্রিয়ায় বলেন খেলায় কিভাবে ড্র করতে হয় তা ভারতের জানা আছে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে যে পারফরমেন্স ইংল্যান্ড দেখাল তাতে আগামী ম্যাচে ভারতকে আরও লড়াই উপহার দিতে হবে। না হলে ঘোর বিপদ। কারণ বাংলাদেশে ইংল্যান্ডের ফলাফল দেখে কুকের দলকে মাপতে গেলে বিরাটরা বিশাল ভুল করবেন বলেই মনে করছেন তাঁরা।