দ্বিতীয় দিনের শেষেই ইংল্যান্ডকে মোটামুটি হারের মুখে দাঁড় করিয়ে দিল বিরাটের ছেলেরা। যদিও সেই সোনালি পরিস্থিতিতে পৌঁছে দেওয়ার মুখ্য শ্রেয় যায় অধিনায়ক বিরাট কোহলির মুকুটেই। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত। শুক্রবার দ্বিতীয় দিন সকালে শুরুতেই ব্যক্তিগত ১৬৭ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। এরপর মূলত অশ্বিনের ৫৮ রান ও জয়ন্ত যাদবের ৩৫ রানের দাপটে ভারতের স্কোর পৌঁছে যায় ৪৫৫ রানে।
এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক কুকের উইকেট হারায়। এরপর হামিদ, মোইন আলি ও দুকেত সামান্য রান করে প্যাভিলিয়নে ফেরায় চাপে পড়ে যায় তারা। কিছুক্ষণ লড়াই দিয়ে দলের স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে আউট হয়ে যান রুটও। ফলে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। ক্রিজে আছেন স্টোকস ও বেয়ারস্টো। দুজনেরই সংগ্রহ ১২ রান। ভারতীয় বোলারদের দাপট বজায় থাকলে তৃতীয় দিনে ইংল্যান্ডকে ফলোঅন-এ বাধ্য করা কোহলিদের কাছে খুব শক্ত হবেনা।