স্টোকস ও বেয়ারস্টো-য়ের ভাল ব্যাটিংয়ের কাঁধে ভর করে ২৫৫ পর্যন্ত দলের রান টেনে নিয়ে যেতে সক্ষম হল ইংল্যান্ড। রশিদের ৩২-ও মুখরক্ষায় যোগ্য সঙ্গত দিয়েছে। যারফলে ফলোঅনের ধাক্কাটা কান ঘেঁষে এড়িয়ে যেতে পেরেছে কুকের ছেলেরা। তবে ২০০ রানে পিছিয়ে থেকে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে দেওয়ার সুযোগ ছাড়তে হয়েছে তাদের।
তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চালিয়ে খেলে বড় রান করার দিকেই ঝোঁকে ভারত। যার ফলে মাত্র ৪০ রানের মধ্যেই ৩টি উইকেট হারায় তারা। বিজয়, রাহুল ও পূজারাকে প্রায় শূন্য হাতেই প্যাভিলিয়নে ফিরতে হয়। আর ঠিক তখনই হাল ধরেন প্রথম ইনিংসে বাজিমাত করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ৫৬ রানে বিরাট ও ২২ রানে রাহানে অপরাজিত। ২৯৮ রানের লিড রয়েছে ভারতের হাতে। রবিবার খেলার চতুর্থ দিন।