বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিনই যেন লিখে দিয়েছিল ম্যাচের ভাগ্য। আর সেই ললাট লিখনকে ক্রমশ লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য নিখুঁত পরিকল্পনায় খেলে যাচ্ছে ভারত। চতুর্থ দিনের শেষে ম্যাচ যে অবস্থায় তাতে খুব কিছু মিরাকল না হলে দ্বিতীয় টেস্টে জিতছে কোহলি ব্রিগেড। এদিন সকালে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২০৪ রান করে শেষ হয় ভারতের ইনিংস। উল্লেখযোগ্য রান একটাই। অধিনায়ক বিরাট কোহলির ৮১ রান। ফলে ২০০ রানে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে জেতার জন্য ইংল্যান্ডের সামনে ৪০৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ভারত।
ব্যাট করতে নেমে শুরুতে ভারতীয় বোলারদের কিছুটা চাপে ফেলে দেন অধিনায়ক কুক ও হামিদ। কিন্তু দিনের শেষে কুককে ৫৪ রানে ও হামিদকে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়। চতুর্থ দিনের শেষে রুট ৫ রান করে ক্রিজে। পঞ্চম দিনের সকালে ইংল্যান্ডের নতুন ব্যাটসম্যান রুটকে সঙ্গত দিতে মাঠে নামবেন। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৭ রান।