প্রথম ইনিংসে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে উদ্ধার করলেন অশ্বিন ও জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। সব ঠিকঠাক থাকলে তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোর টপকেও যাবে তারা। তবে এসবই সম্ভব হয়েছে অশ্বিন-জাদেজা যুগলবন্দিতে। অশ্বিন ৫৭ ও জাদেজা ৩১ রান করে ক্রিজে রয়েছেন।
মোহালির পিচে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে টস জিতে শনিবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তাদের স্কোর দাঁড়ায় ২৮৩ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। কোহলির ৬২ রানের সুবাদে ভারত কিছুটা লড়াইয়ের জায়গায় থাকলেও দলের ২০৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে তারা। সেই চাপ থেকে উদ্ধার করেন অশ্বিন-জাদেজাই।