জাদেজা ৯০, অশ্বিন ৭২, জয়ন্ত যাদব ৫৫। ভারতের টেল এন্ডারদের পরাক্রমে মোহালি টেস্টের তৃতীয় দিনের শেষে রীতিমত চাপে পড়ে গেল কুকের ইংল্যান্ড। বিরাটের দলের এই ৩ ঘূর্ণি যে ব্যাটিংয়েও ভেল্কি দেখাবেন তা বোধহয় ইংল্যান্ড কল্পনাও করেনি। কিন্তু সেটাই হল। জাদেজা-অশ্বিন-যাদবের দাপুটে ব্যাটিংয়ে ভরসা করে ভারতের প্রথম ইনিংসের স্কোর দাঁড়ায় ৪১৭ রান। অর্থাৎ প্রথম ইনিংসেই ১৩৪ রানের লিড নিয়ে শক্ত ভিতে ভারত। এই অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিনের স্পিনের কেরামতিতে রীতিমত ধসে যায় ইংল্যান্ড। ৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে হারের দোরগোড়ায় ইংল্যান্ড। অশ্বিন ৩ উইকেট ও জয়ন্ত যাদব ১ উইকেট ঝুলিতে পোরেন। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে ব্রিটিশরা। ক্রিজে রয়েছেন রুট এবং ব্যাটি। সব ঠিকঠাক থাকলে মোহালির টেস্টও জিততে চলেছে ভারত।