ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজে চতুর্থ টেস্ট জিতেই সিরিজ পকেটে পুরে নেওয়ার একটা স্বপ্ন ভারত দেখছিল। কুকের ছেলেদের যা হাল গত ম্যাচগুলোয় হয়েছে তাতে স্বপ্ন দেখাটায় ভুলও ছিল না। কিন্তু ক্রিকেটের রক্ত যাদের শরীরে বইছে তাদের যে অত সহজেও পরাস্ত করা যাবে না তা মুম্বই টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিল ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। ব্যাট করতে নেমে আত্মপ্রকাশের ম্যাচেই ইংল্যান্ডের ওপেনার কেকে জেনিংস বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। ক্রিকেটে টিকে থাকার জন্যই এসেছেন তিনি। মূলত অচেনা জেনিংসের ১১২ রানের দুরন্ত ইনিংসে ভরসা করে ইংল্যান্ড ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছে। আর তা ব্যবহারও করেছে। কুকের ৪৬ ও আলির ৫০ রান ইংল্যান্ডের ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে গেছে। দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান। ক্রিজে রয়েছেন স্টোকস ও বাটলার। এদিন ভারতের বোলিংয়ে তেমন কোনও ধার নজরে পড়েনি। ব্যতিক্রম অবশ্যই অশ্বিন। কারণ ইংল্যান্ডের যে ৫টি উইকেট এদিন পড়েছে তার মধ্যে ৪টিই তুলে নিয়েছেন ভারতের এই ঘূর্ণিঝড়। বাকি ১টি উইকেট পেয়েছেন জাদেজা।