ওয়াংখেড়ের সবুজ গালিচায় এদিন ৪০০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বাটলারের ৭৬ রান ছাড়া ব্রিটিশ ব্রিগেডের আরও কেউই ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। বরং এদিন বল হাতে ফের ভেল্কি দেখিয়েছেন অশ্বিন। প্রথম দিন ইংল্যান্ডের ৫ উইকেটের মধ্যে ৪ উইকেটই তুলে নিয়েছিলেন তিনি। এদিন নিলেন আরও ২ উইকেট। তবে অশ্বিনের দুরন্ত বোলিংয়ের কথা বলতে গিয়ে জাদেজার বোলিংটা বাদ দিলে চলে না। এদিন ইংল্যান্ডের ৩ উইকেট তোলেন একা জাদেজাই। ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুরলী বিজয় আর চেতেশ্বর পূজারার চওড়া ব্যাটে ভর করে অনেকটাই চিন্তামুক্ত ভারত। ওপেনার হিসাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় কেএল রাহুলকে। তারপরই ম্যাচের হাল ধরেন ভারতের এই দুই তরুণ প্রতিভা। দ্বিতীয় দিনের খেলার শেষে ব্যক্তিগত ৭০ রানে বিজয় ও ৪৭ রানে পূজারা ক্রিজে রয়েছেন। ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৪৬ রান।