মুম্বইয়ের ওয়াংখেড়ের সবুজ গালিচায় প্রথম দিন যে দাপটে ব্যাট করেছিল ইংল্যান্ড তাতে মনে হয়েছিল ৫ ম্যাচের টেস্ট সিরিজের ৪ ম্যাচই ভারতের পকেটে পোরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সিরিজ জিততে পঞ্চম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই দিতে হবে কুকদের বিরুদ্ধে। কিন্তু সময় যত গড়িয়েছে ততই গুটিয়েছে ইংল্যান্ড। উজ্জ্বল হয়েছে ভারতের জয়ের সম্ভাবনা। যা চতুর্থ দিনের শেষে নিছক সময়ের অপেক্ষায় পরিণত হল। প্রথম ইনিংসে শনিবারের পর রবিবার ১৪৭ রান করে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। সঙ্গে জয়ন্ত যাদব। আর সেই অবস্থা থেকে বিরাট খেললেন ২৩৫ রানের একটা অনবদ্য ইনিংস। জয়ন্ত যাদব ১০৪ রান। আর তার জেরেই ভারতের প্রথম ইনিংসের শেষে স্কোর দাঁড়ায় ৬৩১ রান। প্রথম ইনিংসে লিড ২৩১ রানের। বিরাট-জয়ন্তর দাপটে চতুর্থ দিনের শেষে ম্যাচ ঘুরেছে ভারতের পক্ষে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রথম ইনিংসে আত্মপ্রকাশেই সেঞ্চুরি করে কামাল দেখান জেনিংস ও নির্ভরযোগ্য আলি। রুটের ৭৭ রান। আর বেয়ারস্টোর অপরাজিত ৫০ রানের দৌলতে চতুর্থ দিনেই হারতে হয়নি ইংল্যান্ডকে। ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর দিনের শেষে ১৮২। ফলে খেলা গড়িয়েছে পঞ্চম দিনে। তবে ভারতের এই টেস্ট ও সেইসঙ্গে সিরিজ জয়ের মাঝে যে একটা মাত্র রাতের ফারাক তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই।